ঢাকা     রোববার   ৩০ জুন ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

চুয়াডাঙ্গায় কেরুর ডিএস গোডাউন সিলগালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ২৭ জুন ২০২৪   আপডেট: ২১:০১, ২৭ জুন ২০২৪
চুয়াডাঙ্গায় কেরুর ডিএস গোডাউন সিলগালা

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের ডিস্টিলারি বিভাগের প্রায় ৩০ লাখ টাকার ১৩ হাজার লিটার ডিএস স্পিরিট গায়েবের ঘটনার পর ডিএস গোডাউন সিলগালা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শারমিন আক্তার ডিএস স্পিরিট গোডাউন সিলগালা করেন।
এ ঘটনা তদন্তের জন্য খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেনকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ডিএস স্পিরিট গোডাউন সিলগালার বিষয়ে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ইউসুফ আলী জানান, ডিস্ট্রিলারি মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর মনোয়ার হোসেন তার লোকজন নিয়ে সিলগালা করেছে, এ বিষয়ে আমি কিছু জানিনা।

আরও পড়ুন: কেরুর ১৩ হাজার লিটার স্পিরিট গায়েব, তদন্ত কমিটি গঠন

মামুন/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়