ঢাকা     রোববার   ৩০ জুন ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

মোবাইল ছিনতাই ধামাচাপা দিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ২৭ জুন ২০২৪   আপডেট: ২২:৫৬, ২৭ জুন ২০২৪
মোবাইল ছিনতাই ধামাচাপা দিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টা

মোবাইল ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দিতে মোহাইমেনুল ইসলাম মাহি (১৪) নামে গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের এক শিক্ষার্থীর গলা কেটে হত্যার চেষ্টা করেছে তার কয়েকজন সহপাঠী। এ ঘটনায় ৩ সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার (২৪ জুন) ঘটনার পরের দিন আহত শিক্ষার্থীর মা বাদি হয়ে সদর থানায় মামলা করেন। মাহি গাজীপুর মহানগরের পশ্চিম চত্ত্বর (স্কুল গেইট) এলাকার মো. মহসিন মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলো- ময়মনসিংহের ভালুকা মডেল থানার বড়াইদ গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে জোবায়ের রহমান আলভী (১৫), গাজীপুর মহানগরের হাতিয়াব এলাকার স্থানীয় তাইফ ইবনে মোফাসাল (১৫), মহানগরের মারিয়ালী কলাবাগান এলাকার ভাড়াটিয়া নুরু মিয়ার ছেলে হৃদয় (১৫)।

গ্রেপ্তারকৃত শিক্ষার্থীরা গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন’র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কামরুল ইসলাম।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কামরুল ইসলাম এবং মামলার বাদি ভিকটিমের মা ফারিয়া আক্তার জানান, গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র মোহাইমেনুল ইসলাম মাহির মোবাইল ফোন হারিয়ে যায়। এরপর গত ২৪ জুন সকালে মাহির তিন সহপাঠী জোবায়ের রহমান আলভি, তাইফ ইবনে মোফাসাল এবং তারেক আজিজ মোবাইল পাওয়া গেছে বলে মারিয়ালী কলাবাগানের পাগলার মাঠে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা এবং আগে থেকে ওৎ পেতে থাকা হৃদয় নামে একজন মিলে ভিকটিমের সাথে থাকা স্মার্ট ফোনটি ছিনিয়ে নেয়। কেউ যেন বিষয়টি জানতে না পারে সেজন্য মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। পরে পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে কয়েকজন যুবক তাকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

আহত শিক্ষার্থীর বাবা মো. মোহসিন বলেন, আমার ছেলের অস্ত্রোপচার করা হয়েছে। সে এখন গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

রেজাউল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়