ঢাকা     রোববার   ৩০ জুন ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

কুষ্টিয়ায় মারা পড়েছে ১৪ গোখরা সাপ

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ২৮ জুন ২০২৪   আপডেট: ০৯:২৩, ২৮ জুন ২০২৪
কুষ্টিয়ায় মারা পড়েছে ১৪ গোখরা সাপ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর গ্রামে ১৪টি গোখরা সাপকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত একটি খড়ের গাদার ভেতর থেকে একে একে ১৩টি গোখরা সাপের বাচ্চা ও একটি বড় মা গোখরা সাপ উদ্ধার করে মেরে ফেলা হয়।

এ ঘটনার সময় সেখানে থাকা মানিক চাঁদ নামে এক যুবক জানান, সকালে বাড়ির বাইরে খড়ের গাদার পাশে দুটি সাপের বাচ্চা দেখতে পাই। পরে এলাকার লোকজন মিলে খড়ের গাদা সরালে ১৩টি বাচ্চাসহ একটি বড় গোখরা সাপ বেরিয়ে আসে। পরে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়। এরপর মৃত সাপগুলোকে আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে রাখা হয়। আমার জানামতে সাপগুলো বিষধর ছিলো। তাই আমরা বন বিভাগের কর্মকর্তাদের না জানিয়ে সেগুলোকে মেরে ফেলেছি।

সাপ মারার বিষয়ে আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি।

কাঞ্চন/ইমন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়