ঢাকা     রোববার   ৩০ জুন ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

চুয়াডাঙ্গায় সড়কে গেল করিমন চালকের প্রাণ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ২৮ জুন ২০২৪  
চুয়াডাঙ্গায় সড়কে গেল করিমন চালকের প্রাণ 

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলে করিমনের ধাক্কায় করিমন চালক জব্বার আলী (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক সোহেলসহ ২ জন।

বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টায় দামুড়হুদার দেউলিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জব্বার দামুড়হুদা উপজেলার দেউলি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। 

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ ওসি আলামগীর হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে জব্বার আলী করিমন নিয়ে চিৎলার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত জব্বার আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মামুন/ইমন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়