ঢাকা     রোববার   ৩০ জুন ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

নাটোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২৮ জুন ২০২৪   আপডেট: ১২:৩০, ২৮ জুন ২০২৪
নাটোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

নাটোরের বাগাতিপাড়ায় সুফিয়া বেগম নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আসমত আলীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে আসমত আলী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) গভীর রাতে উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, পারিবারিক কলোহের জেরে গভীর রাতে স্বামী তার স্ত্রী সুফিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেন। পরে তাদের আট বছরের শিশু আসমানীকে নিয়ে তিনি পালিয়ে যান। এ ঘটনায় সকালের দিকে স্বামী আসমত আলী নিজেই তার ভাতিজাকে মুঠোফোনে খুনের ঘটনা জানায়। ভাতিজা আনোয়ার ও স্থানীয়রা বাড়িতে এসে ঘরের মেঝেতে ওই গৃহবধূর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরিফুল/ইমন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়