ঢাকা     রোববার   ৩০ জুন ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ২৮ জুন ২০২৪  
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের নিচে কাটা পড়ে শামিম আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার কসবা ইউনিয়নের আখিলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রেলওয়ে পুলিশের ধারণা, বৃহস্পতিবার (২৭ জুন) গভীর রাতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। 

নিহত শামিম আখিলা এলাকার মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, রাতের বেলায় বাড়ি থেকে বের হয়ে রেললাইনের হাঁটাহাঁটি করছিলেন শামীম আলী। এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। 

আমনুরা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক নরেশ চন্দ্র বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

 

মেহেদী/ইমন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়