ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

কক্সবাজারে আনসার আল ইসলামের সক্রিয় ৩ সদস্য গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২৮ জুন ২০২৪   আপডেট: ১৫:০৬, ২৮ জুন ২০২৪
কক্সবাজারে আনসার আল ইসলামের সক্রিয় ৩ সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বিভিন্ন বই, লিফলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) মধ্যরাতে র‍্যাব-১৫ ও র‍্যাব-৭ যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। 

কক্সবাজার র‌্যাব-১৫ এর কার্যালয়ে শুক্রবার (২৮ জুন) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং'র পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর এলাকার আবদুল ওহাবের ছেলে মো. জাকারিয়া মন্ডল (১৯), ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার নুরুল আমিনের ছেলে মো. নিয়ামত উল্লাহ (২১) ও ফেনী জেলার সোনাগাজির ইদ্রিস আলীর ছেলে মো. ওজায়ের (১৯)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং'র পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, এ ঘটনায় মামলা করে গ্রেপ্তারকৃতদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।


 

তারেকুর/ইমন 


সর্বশেষ

পাঠকপ্রিয়