ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বজ্রপাত রোধে খোয়াই নদীর তীরে তালগাছের চারা রোপণ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ২৮ জুন ২০২৪   আপডেট: ২১:৪৮, ২৮ জুন ২০২৪
বজ্রপাত রোধে খোয়াই নদীর তীরে তালগাছের চারা রোপণ

তাল গাছের চারা রোপণ করা হচ্ছে

হবিগঞ্জে বজ্রপাত রোধে খোয়াই নদী তীরে তাল গাছের চারা রোপণ করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। শুক্রবার (২৮ জুন) গাছ মামা খ্যাত মো. রায়হানের সহযোগিতায় বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষায় তালের চারা রোপণ করা হয়।

এসময় নদী পাড়ের শিশু-কিশোর এবং আগ্রহীজনকে বিভিন্ন প্রজাতির ওষুধি, ফল ও ফুলের গাছ উপহার দেওয়া হয়। হবিগঞ্জের বিভিন্ন স্থানে গাছ লাগিয়ে ইতোমধ্যেই গাছ মামা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন মো. রায়হান।

তিনি বলেন, আমাদের পরম বন্ধু গাছ রোপণ করতে হবে এবং এগুলো রক্ষার জন্য আন্তরিক হতে হবে। বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে বেশি করে তালগাছ লাগানো প্রয়োজন।

আরো পড়ুন:

খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, বজ্রপাতে মানুষের মৃত্যুর হার বেড়ে চলেছে। এ থেকে বাঁচতে উঁচু গাছ তথা তালের চারা রোপণ করতে হবে। আমাদের নিজেদের জন্য এবং পরিবেশ রক্ষায় সকলকে গাছ লাগানোর আহ্বান জানাই।

মামুন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়