ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

সীতাকুণ্ডে বাস উল্টে নিহত ১, আহত ১২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ২৯ জুন ২০২৪   আপডেট: ১২:৫৮, ২৯ জুন ২০২৪
সীতাকুণ্ডে বাস উল্টে নিহত ১, আহত ১২

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্টার লাইন পরিবহনের বাস উল্টে মধ্যবয়সী একজন নিহত হয়েছে, তবে তার পরিচয় পাওয়া যায়নি। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

সীতাকুণ্ডের ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবদুল সবুর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সীতাকুণ্ডের সলিমপুর জাফরাবাদ নামক এলাকায় স্টার লাইনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের উপর উল্টে যায়। এতে ১ জন নিহত ও অন্তত ১২ জন আহত  হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর বাসটি উল্টে যাওয়ায় প্রায় এক ঘণ্টা ধরে এই সড়কে যান চলাচল বন্ধ ছিলো।  

রেজাউল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়