ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফতুল্লায় আ.লীগ নেতাকে হত্যা মামলায় গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২৯ জুন ২০২৪  
ফতুল্লায় আ.লীগ নেতাকে হত্যা মামলায় গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া (৬০) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জুন) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। 

এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে নিহতের ছেলে মুন্না বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ ও নাম না জানা আরো ১০-১২ জনকে আসামি করে মামলা করেন।

আরো পড়ুন:

আরও পড়ুন: ফতুল্লায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বাপ্পি ও জামাল। আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার উত্তর কাশিপুরে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেসময় তাকে বাঁচাতে গিয়ে আহত হন নিহতের ছেলেসহ চার জন। পূর্বশত্রুতার জেরে সালু, হিরা লোকজন নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ নিহতের পরিবারের। নিহত সুরুজ মিয়া ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছিলেন। 

অনিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়