ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

বান্দরবানে পাহাড় ধসে কৃষকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ২৯ জুন ২০২৪  
বান্দরবানে পাহাড় ধসে কৃষকের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জমির ড্রেন পরিষ্কার করতে গিয়ে পাহাড় ধসে আবু বক্কর (৫৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ফুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ওই এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, সকালে ফুলতলী পাহাড়ের পাদদেশে নিজের জমিতে কাজ করতে যান আবু বক্কর। পাহাড়ের পাশে জমির ড্রেনে জমে থাকা মাটি সরানো কাজ করা অবস্থায় হঠাৎ পাহাড় ধসে মাটি চাপা পড়েন তিনি। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

চাইমং/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়