ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

টাঙ্গাইলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ, আহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ২৯ জুন ২০২৪  
টাঙ্গাইলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ, আহত ৪

টাঙ্গাইলের বাসাইল উপজেলার মান্দারজানী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। কাউলজানী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. এখলাসের নেতৃত্বে গতকাল শুক্রবার (২৮ জুন) বিকেলে পুরাতন বাজার এলাকায় হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ফজল হক। 

ফজল হক অভিযোগ করে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য এখলাস বাজারে এসে আমাকে বকাবকি করতে থাকেন। প্রতিবাদ করলে এখলাস, তার ছেলে সজিব মিয়া ও ভাতিজা সাগর মিয়া বাঁশ ও কাঠের লাঠি নিয়ে আমার ওপর হামলা করেন এবং দোকান ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় আমার চাচাতো ভাই রফিক মিয়া, সিদ্দিক হোসেন ও বাড়িতে বেড়াতে আসা ভাতিজির জামাই মো. স্বপন মিয়াকেও মারধর করে হামলাকারীরা। আমি জড়িতদের বিচার দাবি করছি।’

আহত স্বপন মিয়া বলেন, ‘আমি উভয়পক্ষের মারামারি থামাতে গেলে এখলাস, সজিব ও সাগর আমার উপর হামলা করেন। আমার মাথা ফাটিয়ে দেন তারা। আমার মাথায় পাঁচটি সেলাই করা হয়েছে।’ 

অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মো. এখলাস বলেন, ‘আমি অসুস্থ ও ব্যস্ত। পরে কথা বলি।’

কাউলজানী পুরাতন বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী বলেন, ‘যতটুকু শুনেছি, দুই পক্ষ মারামারি করলেও ফজল হকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

স্থানীয় ইউপি সদস্য পান্নু মিয়া বলেন, ‘বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে।’ 

বাসাইল থানার এসআই মাহবুবুল হাসান বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়