ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

কেএনএফে’র প্রধান নাথাম বমের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার 

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ৩০ জুন ২০২৪   আপডেট: ১৪:০২, ৩০ জুন ২০২৪
কেএনএফে’র প্রধান নাথাম বমের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার 

বান্দরবান সদরের বেথানী পাড়ায় এক অভিযানে কেএনএফে’র প্রধান নাথান বমের ব্যক্তিগত দেহরক্ষীর নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ সহযোগী লাল বেসাই লুসাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

লাল বেসাই লুসাই (৪২) রুমার সোনালী ব্যাংক ডাকাতি, পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র-গুলি লুটসহ ব্যাংক ম্যানেজার অপহরণ মামলারও আসামি। তিনি বান্দরবান সদর সুয়ালক ইউনিয়নের ফারুক পাড়ার তুম কিম লুসাইয়ের ছেলে।

রোববার (৩০ জুন) অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে মো. আবু সালাম চৌধুরী জানান, র‍্যাব-১৫ বান্দরবান ক্যাম্পের একটি দল গোপন সংবাদে জানতে পারে ব্যাংক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বেথানী পাড়া এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। এরপর র‍্যাব অভিযান চালিয়ে লাল বেসাই লুসাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল বেসাই লুসাই জানান, তিনি কেএনএফ এর প্রধান নাথান বমের ব্যক্তিগত দেহরক্ষীর নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ সহযোগী। তিনি রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় জড়িত ছিলেন।

চাই মং/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়