ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

প্রথম দিনে কুমিল্লা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ১ হাজার ১৫৬ জন

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ৩০ জুন ২০২৪  
প্রথম দিনে কুমিল্লা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ১ হাজার ১৫৬ জন

সারাদেশের ন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ১ হাজার ১৫৬ জন পরীক্ষার্থী।

রোববার (৩০ জুন) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় ১ হাজার ১৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এর মধ্যে কুমিল্লা জেলায় ৩৮৯ জন, চাঁদপুরে ১৩৯ জন, নোয়াখালীতে ২৩২ জন, ব্রাহ্মণবাড়ীয়ায় ১৫৩ জন, লক্ষ্মীপুরে ১১১, ফেনীতে ১৩২ জন।
প্রথম দিনে বাংলা পরীক্ষায় ৬টি জেলায় ৪৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৫টি কেন্দ্রে ১ লাখ ৫৮৬ জন শিক্ষার্থীর মধ্যে ৯৯ হাজার ৪৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আচরণগত ত্রুটির জন্য দুই জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ ছাড়া চলতি বছরে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬ জেলায় নিয়মিত-অনিয়মিত ১ লাখ ১২ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

এর আগে রোববার সকালে কুমিল্লা নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি আমরা।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রের মূল ফটক খুলে দেওয়া এবং জরুরি পরিস্থিতি বিবেচনায় আধা ঘণ্টা কিংবা এক ঘণ্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

রুবেল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়