ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

দুপুরে শ্বশুরের দাফন, সন্ধ্যায় অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ৩০ জুন ২০২৪  
দুপুরে শ্বশুরের দাফন, সন্ধ্যায় অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মির্জা রফিকুল ইসলাম মিঠু (৭৭) নামে এক ব্যক্তির। সেদিন  দুপুরে তার দাফনও সম্পন্ন হয়। 

বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে না হতেই তার পুত্রবধূ সাত মাসের অন্তস্বঃত্ত্বা জান্নাতুল আক্তার জুঁই (২৫) বিদ্যুতায়িত হয়ে মারা গেলেন। 

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে শনিবার (২৯ জুন) এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এলাকাবাসী জানান, শুক্রবার (২৮ জুন) রাতে জুঁইয়ের শ্বশুর রফিকুল ইসলাম মিঠু হৃদরোগে আক্রান্ত হন। পরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন শনিবার (২৯ জুন) দুপুরে তার দাফন কাজ সম্পন্ন হয়। এ দিন সন্ধায় জুঁই ঘরের বারান্দার মেঝে পরিষ্কার করার সময় স্ট্যান্ড ফ্যানের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে পঞ্চগড় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মির্জা আল মামুন বাবুর স্ত্রী।

কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘জুঁই নামে ওই গৃহবধূকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।’ 

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। কোনো পোস্ট মর্টেম করা হয়নি।’ 
এ বিষয়ে শোক সন্তপ্ত পরিবারের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আবু নাঈম/এএ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়