ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

চাঁদপুরে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড 

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ৩০ জুন ২০২৪   আপডেট: ১৯:৩৮, ৩০ জুন ২০২৪
চাঁদপুরে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড 

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার ভূঁইয়া বাড়ির তিন সন্তানের জননী কোহিনুর বেগমকে হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নাজমা আক্তার (৪২) ও রফিক ওরফে দেন্ধা রফিক।

রোববার (৩০ জুন) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

নিহত কোহিনুর বেগম ফরিদগঞ্জের শোল্লার মৃত সুজ্জাত আলীর মেয়ে। আসামি নাজমা আক্তার চাঁদপুর শহরের শাহরাস্তির সূচীপাড়ার আলমগীর হোসেনের স্ত্রী। রফিক একই এলাকার আব্দুর রশীদের ছেলে। তারা কোহিনুর বেগমের প্রতিবেশী। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২২ আগস্ট রাত ৮টার দিকে কোহিনুর বেগম পাওনা টাকা চাইতে গেলে আসামিরা তাকে ধারালো বটি দিয়ে কোপ দেয়। এতে তার মৃত্যু হয়। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) রঞ্জিত রায় চৌধুরী এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম। এ মামলায় ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। 

পিপি রঞ্জিত রায় চৌধুরী বলেন, আদালতের রায়ে কোহিনুরের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।
 

জয়/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়