মনোজ কুমার
চিলাহাটি-হলদিবাড়ী রেলপথের পাশাপাশি সড়কপথের পরিকল্পনা আছে
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার রায় বলেছেন, ‘নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দর থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারের হলদিবাড়ী পর্যন্ত রেলপথের পাশাপাশি সড়ক পথে সংযোগ স্থাপনের পরিকল্পনা আছে ভারত ও বাংলাদেশ সরকারের।’
রোববার (৩০ জুন) দুপুরে চিলাহাটি রেলস্টেশন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রেলপথ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মনোজ কুমার বলেন, ‘চিলাহাটি স্থলবন্দর হবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর। আন্তরিকতা আছে বলেই বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য উন্নয়নের স্বার্থে একাধিক রেল ও সড়ক পথ স্থাপন করতে চায় ভারত সরকার। ফলে বদলে যাবে দুই দেশের অত্র এলাকার আর্থ সামাজিক উন্নয়নের চিত্র।
ভারতীয় সহকারী হাইকমিশনার চিলহাটি রেলস্টেশনের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। পরে তিনি চিলহাটি-হলদিবাড়ী জিরো পেয়েন্টে রেল সংযোগ এবং ভারতের সঙ্গে সড়ক সংযোগের স্থান পরিদর্শন করেন।
সিথুন/মাসুদ