ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

শৈলকুপা উদীচীর সা. সম্পাদক দুর্বৃত্তদের হামলায় আহত

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ৩০ জুন ২০২৪  
শৈলকুপা উদীচীর সা. সম্পাদক দুর্বৃত্তদের হামলায় আহত

ঝিনাইদেহর শৈলকুপায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর অরণ্য। রোববার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার কবিরপুর তিন রাস্তার মোড়ে তার ওপর হামলা হয়। 

আহত অরণ্য শৈলকুপা উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, কবিরপুর মোড়ে গেজেট ঘর নামে নিজ প্রতিষ্ঠানে কাজ করছিলেন অরণ্য। এসময় কয়েকজন দুর্বৃত্ত চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় অরণ্যের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। হামলাকারীরা চলে গেলে অরণ্যকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজে রেফার্ড করেন।

আরো পড়ুন:

মোবাইল ফোনে ফ্লেক্সিলোড দেওয়াকে কেন্দ্র করে কিংবা পূর্ব শত্রুতার কারণে হামলা চালানো হয়েছে আশঙ্কার কথা জানিয়েছেন অরণ্য। হামলাকারীদের মধ্যে দুই জনকে চিনতে পেরেছেন বলেও দাবি করেন তিনি। তবে তিনি তাদের নাম জানাননি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, হামলার বিষয়ে জেনেছেন। খোঁজ-খবর নেওয়া হচ্ছে। থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়