ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

হাসপাতালে সেবা না পেয়ে নার্সকে মারধর, থানায় মামলা

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ৩০ জুন ২০২৪   আপডেট: ২১:২৩, ৩০ জুন ২০২৪
হাসপাতালে সেবা না পেয়ে নার্সকে মারধর, থানায় মামলা

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা না পেয়ে এক সিনিয়র স্টাফ নার্সের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (৩০ জুন) দুপুরে ভুক্তভোগী নার্স মহি উদ্দিন বাদী হয়ে সদর থানায় তিন জনের নাম উল্লেখ করে এবং নাম না জানা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। 

আসামিরা হলেন, রোগীর স্বজন উপজেলা সদরের খোলাপাড়া এলাকার মো. রাব্বি (২৫), তার বাবা হাসান তারেক (৫৫) ও জালাসী এলাকার মানিক হোসেন (৪২)।

রোগীর স্বজনদের অভিযোগ, গতকাল শনিবার সন্ধ্যায় গরম চা বুকে ও পেটে পরে ঝলসে যাওয়া ১৪ মাস বয়সী ছেলে আয়ানকে নিয়ে রাব্বি ও তার বাবা হাসান তারেক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে যান। দীর্ঘ অপেক্ষার পরও চিকিৎসক শিশুটিকে দেখেননি। পোড়া অংশে দেওয়া মলমটিও ভালো করে লাগানো হয়নি শিশুটিকে। এ নিয়ে দায়িত্বরতদের সঙ্গে কথা কাটাকাটির দীর্ঘ সময় পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতের দিকে শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

হাসপাতালে দায়ীত্বরতদের অভিযোগ, শিশুটিকে আনার পরেই রোগী না দেখাসহ বিভিন্ন অভিযোগ তুলে রাব্বি সিনিয়র স্টাফ নার্স মহি উদ্দিনের গায়ে হাত তোলেন। তাকে মারধর করেন।

সিনিয়র স্টাফ নার্স মহি উদ্দিন বলেন, ‘তাদের (রোগীর স্বজন) উগ্র আচরণের কারণে শুরু থেকে শিশুটির চিকিৎসা সেবা বাধাগ্রস্ত হচ্ছিল। তারা আমাদের অশ্লীল ভাষায় বকাবকি করেন। এক পর্যায়ে আমার গায়ে হাত তোলেন। তারা সরকারি কাজে বাধা দেওয়াসহ মারধর করায় আমরা আইনের আশ্রয় নিয়েছি।’

শিশুটি দাদা হাসান তারেক বলেন, ‘আমি দীর্ঘ সময় নাতিকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলাম। ডাক্তার আমার নাতিকে একবারও দেখেনি। তারা অবহেলা করছিল। বৃষ্টির কারণে বাইরেও যাওয়া যাচ্ছিল না। আমরা বারবার অনুরোধ করি, আরেকটু মলম লাগিয়ে দেওয়ার জন্য। প্রয়োজনে মলম কিনে দেওয়ার কথাও বলি। কিন্তু, তারা দেয়নি। তাদের অবহেলা আর এমন আচরণে আমার ছেলে রেগে গিয়ে একজনকে একটু ধাক্কা দিয়েছিল।’

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, ‘মামলার অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়