ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

১০০ সমবায় খামারীকে ২ লাখ টাকা করে ঋণের চেক বিতরণ

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ৩০ জুন ২০২৪  
১০০ সমবায় খামারীকে ২ লাখ টাকা করে ঋণের চেক বিতরণ

মাগুরায় ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ’প্রকল্পের আওতায় ১০০ জন খামারীর মাঝে ২ লাখ টাকা করে ঋণের চেক বিতরণ করেছে জেলা সময়বায় অধিদপ্তর।

রোববার (৩০ জুন) বিকেলে আছাদুজ্জামান মিলনায়তনে দুগ্ধ উৎপাদন খামারীদের মাঝে এ চেক বিতরণ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ ও ঋণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিহির কান্তি বিশ্বাস, জেলা সমবায় কর্মকর্তাসহ অনেকে।

জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, জেলার পুষ্টি চাহিদা পূরণ, দুগ্ধ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সামাজিকভাবে দরিদ্র জনগোষ্ঠীকে আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা।

আরো পড়ুন:

তিনি আরও বলেন, সারা দেশের মধ্যে ৫০টি জেলাকে দুগ্ধ উৎপাদনে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে খামারীদের মাঝে ৩% সুদে খামারীদের ঋণের চেক বিতরণ করা হয়েছে। এতে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পাবে পাশাপাশি ভিটামিন ও পুষ্টির চাহিদা পূরণ হবে।

শাহীন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়