ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ৩০ জুন ২০২৪   আপডেট: ২৩:০৩, ৩০ জুন ২০২৪
বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

লাইনচ্যুত ট্রেন

বগুড়ার গাবতলী‌ উপজেলায় ক্রসিংয়ের সময় একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে‌ছে। রোববার (৩০ জুন) রাত পৌ‌নে ৯টার দিকে গাবতলী রেলও‌য়ে স্টেশ‌নে এ দুর্ঘটনা ঘ‌টে। এতে রাজধানী ঢাকার সঙ্গে বগুড়া, গাইবান্ধা, রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

বিষয়‌টি‌ নি‌শ্চিত ক‌রে গাবতলী রেলওয়ে স্টেশন মাস্টার ইমরুল কায়েস বলেন, ‘সুখানপুকুর থে‌কে পদ্মরাগ ট্রেন স্টেশ‌নে এসে ১ নম্বর লাইনে এবং ক‌লেজ ট্রেন‌ ২ নম্বর লাইনে যাওয়ার কথা‌ ছি‌ল। সান্তাহার থে‌কে ছে‌ড়ে আসা বোনারপাড়াগামী ক‌লেজ ট্রেন‌টি স্টেশ‌নে ক্রসিংয়ের জন‌্য লুপ লাইনে যাওয়ার সময় তিন‌টি ব‌গি লাইনচ্যুত  হয়। এতে মেইন লাইন বন্ধ হয়ে গেছে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা কাজ কর‌ছি। ট্রেন যোগাযোগ স্বাভা‌বিক হ‌তে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগ‌বে।’

এনাম/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়