বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বগুড়ার গাবতলীতে স্টেশনে প্রবেশের সময় একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে পাঁচ জেলার যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রোববার (৩০ জুন) রাত ১১টার দিকে উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বলেন, এর আগে রাত পৌনে ৯টার দিকে গাবতলী রেলওয়ে স্টেশনে দুর্ঘটনাটি ঘটে। সুখানপুকুর থেকে ‘পদ্মরাগ ট্রেন’ স্টেশনে এসে ১ নম্বর লাইনে এবং ‘কলেজ ট্রেন’ ২ নম্বর লাইনে যাওয়ার কথা ছিল। সান্তাহার থেকে ছেড়ে আসা বোনারপাড়াগামী কলেজ ট্রেনটি স্টেশনে ক্রসিংয়ের জন্য লুপ লাইনে যাওয়ার সময় তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে বগুড়া, গাইবান্ধা, রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সান্তাহার থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থল গিয়ে বগিগুলো উদ্ধার করে।
এনাম আহমেদ/ইভা