ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মাদারীপুর পৌরসভার ১৪৯তম বাজেট ১৩৮ কোটি টাকা ছাড়ালো

মাদারীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ১ জুলাই ২০২৪  
মাদারীপুর পৌরসভার ১৪৯তম বাজেট ১৩৮ কোটি টাকা ছাড়ালো

জুনের শেষদিনে মাদারীপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে ১৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।  

রোববার  (৩০ জুন) তিন পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করেন। 

এটি ছিলো মাদারীপুর পৌরসভার ১৪৯তম বাজেট। এ বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১৩৮ কোটি ৫০ লাখ ৭ হাজার ৭শ ৩৭ টাকা। ব্যয় দেখানো হয় ১৩৮ কোটি ৭ লাখ টাকা। আর উদ্বৃত্ত রাখা হয়েছে  ৪৩ লাখ ৭ হাজার ৭শ ৩৭ টাকা। 

গত অর্থবছরে এ বাজেটের পরিমাণ ছিল ১১৯ কোটি ৫৭ লাখ ২১ হাজার ৯শ ৫১ টাকা। 

নান্দনিক পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের বাজেটে বনায়ন, ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যখাতের উন্নয়ন ধরা হয়েছে। 

বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি এনায়েত হোসেন নান্নু , পৌরসভার সচিব খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস, কাউন্সিলরসহ সমাজের বিভিন্নস্তরের মানুষ।

বেলাল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়