নওগাঁয় বিল-জলাশয় দখলমুক্ত চেয়ে মৎস্যজীবীদের মানববন্ধন
নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নওগাঁয় বিভিন্ন সরকারি জলাশয় ও বিল অবৈধভাবে দখল ও খননকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সদর উপজেলার মৎস্যজীবীরা।
সোমবার (১ জুলাই) বেলা সাড়ে ১১ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, জেলার বিলগুলো বিভিন্নভাবে প্রভাবশালীরা দখলে রেখেছেন। এই বিলগুলো থেকে কোনভাবেই প্রকৃত মৎস্যজীবীরা মাছ আহরণ করতে পারছেন না। আর এ কারণে মানবেতর জীবন যাপন করতে হয় প্রকৃত মৎস্যজীবীদের।
তাই এই বিলগুলো প্রকৃত মৎস্যজীবীদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংবাদিক নেতা আজাদ হোসেন মুরাদ, ইব্রাহিম আলী প্রমুখ।
সাজু/টিপু