ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

বর্ডারের ওই পারে প্রভু নেই, বন্ধু আছে: মির্জা আব্বাস 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ১ জুলাই ২০২৪  
বর্ডারের ওই পারে প্রভু নেই, বন্ধু আছে: মির্জা আব্বাস 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বর্ডারের ওই পারে আমাদের প্রভু নেই, বন্ধু আছে। বন্ধু থাকলে থাকতে পারে। আমরা প্রভুত্ববাদে বিশ্বাস করি না, বন্ধুত্বে বিশ্বাস করি।’

সোমবার (১ জুলাই) বিকেলে গাজীপুর শহরের রথখোলা মাঠে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশ ছোট্ট একটা দেশ। সুন্দর শান্তিপ্রিয় দেশ। দেশটার দিকে হায়নার লোপুট দৃষ্টি পড়েছে। এই লোলুপ দৃষ্টি আমাদের বন্ধ করে দিতে হবে। যেন দেশের প্রতি লোভাতুর দৃষ্টিতে তাকাতে না পারে। আমাদের নেত্রী বলে গেছেন—  বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই।’

মির্জা আব্বাস আরও বলেন, দেশের চারিদিক থেকে অক্টোপাসের মতো বিদেশিশক্তি  হাত বাড়িয়ে দিয়েছে। তাদের থেকে বাঁচতে হবে। স্লোগান দিলে চলবে না। বুকের রক্ত যারা দিবে, তাদের জন্য স্লোগান দিতে হবে। কোনো ভাইয়ের নামে স্লোগান চলবে না। পুলিশের ভয়ে যদি তরুণরা আন্দোলন না করে, তাহলে এই দেশ থেকে গণতন্ত্র চিরতরে বিলীন হয়ে যাবে। অনেক রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছি কারও দাসত্ব করার জন্য নয়। রক্ত দিয়ে কেনা স্বাধীনতা রক্ত দিয়েই রক্ষা করতে হবে।’

এ সময় তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। তার মুক্তি মানে এদেশের মানুষের মুক্তি। এদেশের মানুষের কথা বলার মুক্তি। বাকশালের পর জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, এরপর খালেদা জিয়া এই দেশে প্রথম গণতন্ত্র দিয়েছেন। আজ লাখ লাখ কোটি টাকা পাচার হচ্ছে, তাদের বিচার নেই। অথচ আমরা যারা দেশপ্রেমিক, দেশের গণতন্ত্রের কথা বলি, তাদে মামলা দেওয়া হয়, গ্রেপ্তার করা হয়৷ কী অপরাধে গ্রেপ্তার করা হয়েছে? কী অপরাধ ছিল? আসল কথা আমাদের নেতাকর্মীদের আওয়ামী লীগ নেতারা ভয় পায়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকক ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘আপনি বলেন বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। আমরা দাসত্বের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই না। আপনারা দাসত্বের পথ দিয়ে ক্ষমতায় আছেন। এই যে কয়েকদিন আগে (ভারতের সঙ্গে) চুক্তি করে এলেন। এ চুক্তি আমাদের দেশের স্বার্থ হয়নি। বাংলাদেশের নদীতে পানি নেই। ৫৪টি নদীর মুখ বন্ধ করে রেখেছে। ফারাক্কা, তিস্তায় পানি নেই।’

ভারত সরকারের উদ্দেশে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চাইলে এদেশের জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে, সরকারের সঙ্গে নয়। সম্পর্ক হবে জনগণের সঙ্গে। সরকারে সরকার বন্ধুত্ব নয়।’

জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় প্রধানবক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিশেষ বক্তা ছিলেন বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।

এ সময় সমাবেশে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাকিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

রেজাউল/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়