ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ চালু, কমবে লোডশেডিং 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ১ জুলাই ২০২৪   আপডেট: ২২:০২, ১ জুলাই ২০২৪
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ চালু, কমবে লোডশেডিং 

ছয় দিন পর পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর উৎপাদন শুরু হয়েছে। সোমবার (১ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে এটি চালু করা হয়। এর ফলে এ কেন্দ্র থেকে পুরো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো।

গত ২৪ জুন বিকাল ৪টার দিকে রক্ষণাবেক্ষণের জন্য দুটি ইউনিটের মধ্যে একটির (৬৬০ মেগাওয়াট) উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ কেন্দ্রের ইউনিট-১ চালু হওয়ায় দক্ষিণাঞ্চলে লোডশেডিং অনেকটা কমতে পারে। 

সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো জানান, আগামী ৪ জুলাই ইউনিট-১ চালু করার কথা ছিল। তবে দেশের কথা চিন্তা করে কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে আজ বিকাল সাড়ে ৪টায় চালু করতে সক্ষম হয়। 

বর্তমানে কেন্দ্র থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি। 

ইমরান/বকুল  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়