ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুহুরী নদীর পানিতে ফুলগাজী বাজার প্লাবিত

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১ জুলাই ২০২৪   আপডেট: ২২:২৭, ১ জুলাই ২০২৪
মুহুরী নদীর পানিতে ফুলগাজী বাজার প্লাবিত

ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নদীর পানিতে ফুলগাজী উপজেলা বাজার প্লাবিত হয়েছে। সোমবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলগাজী কাঁচাবাজার সংলগ্ন এলাকা দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে। 

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম বলেন, ‘ভারতীয় উজানের কারণে মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজারে প্রবেশ করেছে। বৃষ্টি অব্যাহত থাকলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এখনো নদীর পানি বাড়ছে।’

আরো পড়ুন:

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার বলেন, মহুরী নদীর পানি আজ রাত সাড়ে ৯টার দিকে বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফুলগাজী উপজেলার দৌলতপুর, বরইয়া, ঘনিয়ামোড়া এলাকায় ভাঙনের শঙ্কা রয়েছে। নদীর পানি এখনো বাড়ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সহকর্মীরা সবদিক খেয়াল রাখছেন। নদীর যেসব স্থানের বাঁধ ঝুঁকিতে আসে সেসব এলাকা বিশেষভাবে তদারকি করা হচ্ছে।’

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, মহুরী নদীর পানিতে ইতোমধ্যে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। উপজেলার আমজাদহাট ইউনিয়নের গইয়াছড়া এলাকায় কহুয়া নদীর পানি প্রবেশ করছে। দুর্যোগ মোকাবিলায় শুকনো খাবারসহ অন্যান্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’ 

প্রসঙ্গত, প্রতিবছরই বর্ষা মৌসুমে ভারতীয় উজানের পানিতে মুহুরী, কুহুয়া এবং সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে ফুলগাজী-পরশুরামের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। 

সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়