ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ১ জুলাই ২০২৪  
ঠাকুরগাঁওয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মানববন্ধন করেছেন উপজেলাবাসী। সোমবার (১ জুলাই) সকাল ১১টার দিকে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় উপজেলাবাসীর পক্ষ থেকে এ মানববন্ধন করা হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন রায়, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, উপজেলা জাসদের সভাপতি সলেমান আলী, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক গোলাম মুর্তাজা, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ বক্তব্য রাখেন। 

এ সময় তারা বলেন, বর্তমানে পৌরশহর থেকে শুরু করে উপজেলার গ্রামগঞ্জে প্রতিদিন ১৫ থেকে ১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে সাধারণ অতিষ্ঠ হয়ে পড়েছে। অবিলম্বে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে এনে ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। 
 

হিমেল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়