ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

মাছ ধরতে গিয়ে ঢলের পানিতে ডুবে যুবকের মৃত্যু

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ২ জুলাই ২০২৪  
মাছ ধরতে গিয়ে ঢলের পানিতে ডুবে যুবকের মৃত্যু

ফেনীর ফুলগাজীতে নদীতে মাছ ধরতে গিয়ে ঢলের পানিতে ডুবে মো. মামুন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১ জুলাই) রাত ১১ টার দিকে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের কিসমত ঘনিয়ামোড়া এলাকার কহুয়া নদী থেকে স্থানীয়রা যুবকের মরদেহ উদ্ধার করেন। 

নিহত মো. মামুন কিসমত ঘনিয়ামোড়া এলাকার আবদুল মান্নানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে ফুলগাজীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। মুহুরী ও কহুয়া নদীর পানি বেড়ে যাওয়ায় রাতে কহুয়া নদীর কিসমত ঘনিয়ামোড়া এলাকায় মাছ ধরতে যান মামুন। পরে স্বজনরা তাকে নদীতে পরে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করেন। 

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সেলিম বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যুর সংবাদ জেনেছি। নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। নদী ভাঙনের কারণে এ ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

সাহাব/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়