ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

ভারী বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ২ জুলাই ২০২৪   আপডেট: ১৩:৫৬, ২ জুলাই ২০২৪
ভারী বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

টানা কয়েকদিনের ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত হয়েছে। 

মঙ্গলবার (০২ জুলাই) সকাল থেকে কাচাংল নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত হয়।

জানা গেছে, উপজেলার সদর, বারবিন্দু ঘাট, মাষ্টার পাড়া, পশ্চিম মুসলিম ব্লক, লাইল্যা ঘোনা, উলুছড়ি, এফ ব্লক, রূপকারী ও পুরাতন মারিশ্যা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

বাঘাইছড়ির বাসিন্দা আব্দুল মাবুদ বলেন, গত ৩ দিনের ভারী বৃষ্টিতে কাচালং নদীর পানি বৃদ্ধি হওয়ায় বাঘাইছড়ি উপজেলার সাজেকইউনিয়ন, রূপকারী ইউনিয়ন ও বাঘিাইছড়ি পৌর এলাকায় প্লাবিত হয়েছে। এতে অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

রূপকারী ইউনিয়নের বাসিন্দা আবদুল মোতালেব বলেন, নদীর পানি বেড়ে আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে। ঘরের অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। খুব কষ্টে দিন কাটাচ্ছি। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, টানা বর্ষণের কারণে উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলায় ৫৫টি আশ্রয় কেন্দ্র খুলে রাখা হয়েছে। 

ক্ষতিগ্রস্তদের আশ্রয় কেন্দ্রে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় উপজেলা প্রশাসন কাজ শুরু করবে।

বিজয়/ইমন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়