রাসেল’স ভাইপার ধরে বাগেরহাটে নিয়ে দেখালেন সাপুড়ে
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাসেল’স ভাইপার
খুলনা থেকে একটি রাসেল’স ভাইপার সাপ ধরে নিয়ে বাগেরহাটে এসেছেন রফিকুল ইসলাম নামে এক সাপুড়ে। মঙ্গলবার (২ জুলাই) সকালে বাগেরহাটের কেন্দ্রীয় মাছ বাজারে সাপটি বের করেন তিনি। মুহূর্তে সেই খবর বাজারে ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ভিড় করে। পরে স্থানীয় লোকজনের অনুরোধে রফিকুল ইসলাম সাপটি নিয়ে চলে যায়।
সাপ দেখতে আসা আমিনুল ইসলাম বলেন, ‘গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় রাসেল’স ভাইপার সাপ নিয়ে অনেক তথ্য দেখেছি। মাছ বাজারে এ সাপ দেখানো হচ্ছে শুনে এলাম। একটা কৌটার ভিতর থেকে সাপটি বের করে ছেড়ে দেওয়া হয়। এ সময় অনেকে সাপটির ছবি তুলেছে। আমাদের এলাকায় এ সাপ কখনও দেখা যায়নি। এর আগেও এ সাপ আমি দেখিনি।’
মাছ ব্যবসায়ী আশিক বেপারী বলেন, ‘আমাদের এলাকায় কোথাও রাসেল’স ভাইপার সাপ নেই। আজ প্রথম দেখলাম। যে লোকটি সাপ নিয়ে এসেছেন, তিনি অন্য জেলা থেকে ধরে এনেছেন। তাকে অনুরোধ করেছি, যেন এটা নিয়ে তিনি এখান থেকে চলে যান।’
সাপ নিয়ে আসা রফিকুল ইসলাম বলেন, ‘রাসেল’স ভাইপার সাপ নিয়ে জনমনে আতঙ্ক রয়েছে। মানুষকে সচেতন করার জন্য এ সাপটি খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে ধরে নিয়ে এসেছি। মূলত এটি খুবই বিষধর সাপ। এটা নিয়ে মানুষ যাতে আতঙ্কিত না হয়, এজন্য সবাইকে দেখিয়েছি।’
রফিকুল ইসলাম জানান, তিনি পেশায় সাপুড়ে। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাপ ধরেন। তার বাড়ি খুলনার রুপসা এলাকায়। সাপ দেখিয়ে তিনি ফিরে যাবেন।
শহিদুল/বকুল