ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

বরিশালে ১১ লাখ গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার, আটক ১১

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ২ জুলাই ২০২৪  
বরিশালে ১১ লাখ গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার, আটক ১১

বরিশালের মুলাদী উপজেলা থেকে আটক রেণু পোনা পাচার চক্রের ১১ সদস্য

বরিশালের মুলাদী উপজেলায় নদীতে অভিযান চালিয়ে রেণু পোনা পাচারের সময় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় সাড়ে ১১ লাখ গলদা চিংড়ির রেণু উদ্ধার করেছে মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, সোমবার (১ জুলাই) রাতে মুলাদীর জয়ন্ত নদীতে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালায়। এসময় ভোলা থেকে আসা একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ১৯টি ড্রামে থাকা ১১ লাখ ৪০ হাজার গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয় এবং ১১ জনকে আটক করা হয়।

পরবর্তীতে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গলদা চিংড়ির রেণু পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয় এবং আটক ১১ জনের প্রত্যেককে সাড়ে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।

পাশাপাশি রেণু পোনা বহনকারী ট্রলারটি জব্দ করে নিলামে বিক্রির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

আরিফুর/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়