ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

দিনাজপুরে পল্লী বিদ্যুতের বিল আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ২ জুলাই ২০২৪   আপডেট: ২০:৫৪, ২ জুলাই ২০২৪

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ গত অর্থ বছরের বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। ৩১ কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে ৩১ কোটি ১৮ লাখ টাকা। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ছাড়াও আবাসিক ও বাণিজ্যিক বিল বকেয়া নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দিনাজপুরের ৬টি উপজেলা হাকিমপুর (হিলি), ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর, ফুলবাড়ী ও পার্বতীপুর নিয়ে গঠিত পল্লী বিদ্যুৎ সমিতি-২। 

হিলি সাব জোনাল অফিসের গ্রাহক রমেন বসাক বলেন, ‘আমার একটি আবাসিক ও একটি বাণিজ্যিক মিটার আছে। আমি কোনো মাসের বিল বকেয়া রাখি না। প্রতিমাসের বিল সময়মতো দিয়ে থাকি। গত জুন মাসের চলতি বিল পরিশোধ করেছি। তবে হিলিতে বিদ্যুতের যে লোডশেডিং, আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আমরা চাই বিদ্যুতের সরবরাহ যেন ভালো হয়।’ 

হিলি সাব জোনাল অফিসের লাইনম্যান মানিক মিয়া বলেন, ‘জুন মাসে আমরা কঠোর পরিশ্রম করেছি। বিল পরিশোধের জন্য গ্রাহকদের তাগিদ দিয়েছি। হিলির গ্রাহকরা সময় মতো বিল পরিশোধ করে থাকেন। আশা করছি, আমরা আশানুরূপ বকেয়া বিল আদায়ে সক্ষম হবো।’ 

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গ্রাহক বিরামপুর পৌর মেয়র আক্কাস আলী রাইজিংবিডি-কে বলেন, ‘আমার পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া রাখি না। জুন মাসের বিলও পরিশোধ করা হয়েছে।’  

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, ‘বিরামপুর উপজেলার সকল দপ্তরের বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে। আমার অফিসেরও বিল দেওয়া হয়েছে। এ উপজেলার পূর্বের একটা বিল বকেয়া ছিল। সেটিও আমি জুন মাসে পরিশোধ করেছি।’ 

হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় রাইজিংবিডি-কে বলেন, ‘আমার উপজেলার কোনো অফিসের বিল বকেয়া নেই। আমি প্রতিনিয়ত প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের সময় মতো বিল পরিশোধের জন্য বলে থাকি। আমি জানতে পারলাম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। অভিনন্দন ও সাধুবাদ জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।’ 

নিদিষ্ট সময়ে বিল পরিশোধের জন্য সরকারি, বেসরকারি দপ্তরসহ সকল গ্রাহককে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে জেনারেল ম্যানেজার বিপুল কৃষ্ণমণ্ডল ধন্যবাদ জানান।
 

মোসলেম/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়