ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

বাঘাইছড়িতে বন্যার পানিতে স্কুলছাত্র নিখোঁজ 

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ২ জুলাই ২০২৪  
বাঘাইছড়িতে বন্যার পানিতে স্কুলছাত্র নিখোঁজ 

কৃতিত্ব চাকমা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্ধুদের সঙ্গে বন্যার পানি দেখতে গিয়ে স্রোতে ভেসে গেছে কৃতিত্ব চাকমা (১২) নামে এক স্কুল ছাত্র।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে বাঘাইছড়ি আবাসিক স্কুলের পাশ থেকে নিখোঁজ হয় সে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কৃতিত্ব চাকমা বাঘাইছড়ি গ্রামের মিল্টন চাকমার ছেলে। সে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঘাইছড়ি উপজেলার কয়েকটি গ্রামে বন্যার পানি প্রবেশ করে। বন্ধুদের সঙ্গে কৃতিত্ব আজ বিকেলে বাঘাইছড়ি আবাসিক স্কুলের পাশে বন্যার পানি দেখতে যায়। সেখান থেকে ফেরার সময় পা পিছলে সে পানিতে পড়ে যায়। পানিতে স্রোত থাকায় তার সন্ধান পাওয়া যায়নি। 

বিজয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়