ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

সাগরে ট্রলার ডুবি, ৫ জেলে ২ দিন নিখোঁজ 

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ২ জুলাই ২০২৪   আপডেট: ২২:৪০, ২ জুলাই ২০২৪
সাগরে ট্রলার ডুবি, ৫ জেলে ২ দিন নিখোঁজ 

ফাইল ফটো

বঙ্গোসাগরে মাছ ধরতে গিয়ে দুই দিন ধরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। ট্রলার মালিক ও চালক নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম জানান, গত ২৬ জুন বিকাল ৩টার দিকে তারা ১২ জনের দল বঙ্গোপসাগরে মাছ শিকার করতে মঠবাড়িয়া ত্যাগ করেন। রোববার (৩০ জুন) রাত ১২টার দিকে তাদের ট্রলার সাগরের স্রোত ও ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১২ জনের মধ্যে ৭ জন সাঁতরিয়ে অন্য ট্রলারে উঠতে পারলেও ৫ জন নিখোঁজ রয়েছেন। 

নিখোঁজ জেলেরা হলেন, মঠবাড়িয়া উপজেলার ছোটমাছুয়া গ্রামের ইমাদুল হক আকন (৫৩), একই গ্রামের হাফেজ আকনের ছেলে বাহাদুর আকন (২২), সালাম (৫০), ছোট মাছুয়া গ্রামের আকব্বর শাহের ছেলে আল আমিন শাহ (২৬) ও ভান্ডারিয়া উপজেলার উত্তর জুনিয়া গ্রামের আব্দুর রহমান (৫০)।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, ট্রলারের মালিক ও মাঝি মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের নজরুল মাঝি (৫৫), একই এলাকার মালেক খলিফার ছেলে ইলিয়াছ খলিফা (২৭), রুহুল মোল্লার ছেলে লোকমান মোল্লা (২৩), মৃত হানিফ শাহর ছেলে জুয়েল শাহ, শাহাজাহান ফরাজীর ছেলে রাসেল ফরাজী (২৬), রুহুল আমিন ফরাজী (৪৫) ও মুজিবর শাহর ছেলে মোশারেফ হোসেন শাহ (৩০)।

উদ্ধার হওয়া এফবি ভাই ভাই ট্রলারের মালিক নজরুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও কচিয়ালীর নারিকেল বাড়িয়ালী এলাকা নিষেধাজ্ঞার বাইরে। তাই তারা রাত ১২টার দিকে ট্রলার নিয়ে নারিকেল বাড়িয়ালী এলাকায় পৌঁছলে সাগরের ঢেউ ও পানির চাপে ট্রলার ডুবে যায়। এ সময় ওই এলাকায় থাকা অন্য ট্রলারে সাত জেলে উঠতে পারলেও পাঁচ জনের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জেলে বাহাদুর আকনের ভাই সোহেল আকন জানান, তার ভাই বাহাদুর আকন বেঁচে আছেন কি-না জানেন না।

মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, ছোট মাছুয়া গ্রামের নিখোঁজ পাঁচ জেলের পরিবারে শোকের মাতম চলছে। তুষখালী ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল বলেন, উদ্ধার হওয়া ৭ জেলে মহিপুর হাসপাতালে ভর্তি রয়েছে।

মঠবাড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম বলেন, কোস্টগার্ড ও নৌবাহিনীর কর্মকর্তাদের জানানো হয়েছে। নৌবাহিনী নিখোঁজদের উদ্ধারে চেষ্টা করছে। 

তাওহিদুল/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়