রাসেল’স ভাইপার ধরে গাছে ঝুলিয়ে মারল গ্রামবাসী
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে একটি রাসেল’স ভাইপার সাপ ধরে এনে গাছে ঝুলিয়ে পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয়রা। মঙ্গলবার (২ জুলাই) সকালে সাপটি পিটিয়ে মারা হয়।
গ্রাসবাসী বলছেন, ভয়ংকর ও বিষধর হওয়ায় লোকজনকে চেনাতে প্রায় ৪ ফুট লম্বা সাপটি এভাবে গাছে ঝুলিয়ে মারা হয়েছে।
সকাল ১০ টার দিকে কল্যাণপুর গ্রামের জিয়াউর রহমান মাঠে নিজ জমিতে ঘাস কাটতে যান। সে সময় তিনি ঘাসের জমিতে একটি রাসেল’স ভাইপার সাপ দেখতে পান। সঙ্গে সঙ্গে হাসুয়া দিয়ে আঘাত করলে সাপটি আহত হয়। পরে তিনি তার ভাই নাসির উদ্দিনকে ফোন দেন। পরে স্থানীয়রা সাপটি ধরে এনে স্থানীয় বটতলায় গাছে ঝুলিয়ে রাখে। পরে সেটি পিটিয়ে মেরে মাটি চাপা দেয়। কেউ কেউ এ দৃশ্য মোবাইলে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেন।
ফেসবুকসহ গণমাধ্যমে রাসেল’স ভাইপার সাপের খবরে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। তারা মাঠে যেতে ভয় পাচ্ছেন বলে জানান স্থানীয় কৃষক রবিউল ইসলাম।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, মানুষ আতঙ্কে এ সব করে ফেলছে। সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
কাঞ্চন/বকুল