ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

ধামরাইয়ে দ্বন্দ্ব ভুলে এক মঞ্চে আওয়ামী লীগ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৩, ২ জুলাই ২০২৪   আপডেট: ২৩:১৪, ২ জুলাই ২০২৪
ধামরাইয়ে দ্বন্দ্ব ভুলে এক মঞ্চে আওয়ামী লীগ

রাজনৈতিক বিরোধে বন্ধ ছিল মুখ দেখাদেখি। একে অপরের বিরুদ্ধে বিষোদগার করা ছিল নৈমিত্তিক ঘটনা। পাল্টাপাল্টি কর্মসূচি পালন, অবাঞ্ছিত ঘোষণাসহ নানাভাবে দ্বন্দ্বের প্রমাণ দিয়েছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমদ ও সাবেক সংসদ সদস্য এমএ মালেক। সবশেষে তিন বছর আগে উপজেলা সম্মেলনে তাদের দেখা গিয়েছিল এক মঞ্চে। 

এ বছরের শুরুতে জাতীয় নির্বাচনেও একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা। কর্মীরাও বিভক্ত। এসবের মধ্যেই এবার ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে তারা বসলেন একই মঞ্চে। দুজনের বক্তব্যেই উঠে এলো ঐক্যের কথা।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলের দিকে ধামরাই পৌরসভার কেন্দ্রীয় ঈদগা মাঠে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এতে যোগ দেয় ধামরাই উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

পুনর্মিলনীতে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। 

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বেনজির আহমদ বলেন, ‘আমরা সবাই জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী। দলের নির্দেশনা অনুযায়ী আমরা এক হয়ে কাজ করবো। নির্বাচনের আগে যাই হোক, আমরা ভেদাভেদ ভুলে সবাই এক মঞ্চে থাকব, দলের জন্য কাজ করবো। দলকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই।’

সবাইকে নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী দিনে যে উন্নয়ন বরাদ্দ আসবে, সবাই মিলে কাজ করলে ধামরাইয়ে অবকাঠামোগত কোনো উন্নয়ন বাদ থাকবে না।’

ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এমএ মালেক বলেন, ‘ধামরাইয়ে জামায়াত-বিএনপিকে কোনো নৈরাজ্য করতে দেওয়া হবে না। আমরা সবাই মাঠে থেকে নৈরাজ্যের প্রতিবাদ করবো।’

সভায় বক্তব্যে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির বলেন, ‘বেনজির আহমদ ডাক দিয়েছেন বলে আমরা একত্র হয়েছি। তার ডাকে আগামীতেও আমরা সব কর্মসূচিতে সম্পৃক্ত থাকবো।’

এতে আরও বক্তব্য দেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শাখাওয়াত হোসেন সাকু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামিল হোসেনসহ আরও অনেকে।

সাব্বির/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়