নৌকাডুবে নিখোঁজ, দুই দিনেও উদ্ধার হয়নি ২ শিশু
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজের দুই দিন পরেও দুই শিশু উদ্ধার হয়নি। বুধবার (৩ জুলাই) দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। এর আগে, গত সোমবার নৌকাডুবে দুই শিশু নিখোঁজ হয়।
নিখোঁজ শিশুরা হলো- দুই নম্বর তিন্দু ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের হরিশচন্দ্রপাড়া এলাকার মুতিজন ত্রিপুরার মেয়ে শান্তি রানি ত্রিপুরা (১০) ও একই এলাকার নিলাপ্রু ত্রিপুরার মেয়ে ফুলবাণী ত্রিপুরা (৯)।
স্থানীয়রা জানান, গত সোমবার রুনাজনপাড়া থেকে নৌকায় দুই শিশুসহ ৫-৬ জন উপজেলা সদরে আসছিল। পথে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট স্রোতে নৌকা উল্টে শান্তি রানী ত্রিপুরা ও ফুলবাণী ত্রিপুরা নিখোঁজ হয়।
তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে দুই দিনেও নিখোঁজ শিশুদের সন্ধান পায়নি।
থানচি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরুণজ্যোতি বড়ুয়া বলেন, নৌকাডুবে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের অভিযান চলছে। তবে এখনও তাদের সন্ধান মেলেনি।
চাইমং/কেআই