ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ৩ জুলাই ২০২৪  
চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্তে চোরাকারবারিদের হামলায় শফিকুল আলম নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার চকপাড়া সীমান্তে হামলাটি হয়।

হামলার পর মাদকসহ ৩ কারবারিকে আটক করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে  বুধবার (৩ জুলাই) দুপুরে জানিয়েছেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। 

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের ১৯২/৩-এস পিলার সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সীমান্ত থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যান্তরে ৮/৯ জন চোরাকারবারির উপস্থিতি টের পান তারা। চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র দিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। আহত হন বিজিবি সদস্য শফিকুল আলম। তাকে উদ্ধার করে বিজিবির চকপাড়া বিওপিতে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায় সময় ফেনসিডিল, হেরোইন ও হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রসহ ৩ চোরাকারবারিকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যান।

আরো পড়ুন:

তিনি আরও জানান, আটক ও পলাতক চোরাকারবারিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়