ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

মেঘনায় জাহাজ ডুবি

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ৩ জুলাই ২০২৪  
মেঘনায় জাহাজ ডুবি

ডুবে যাওয়া জাহাজের উদ্ধার হওয়া নাবিকরা

বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে ‘এমভি প্রিন্স অব বৈশাখালী’ নামের একটি পণ্যবাহী জাহাজ তলা ফেটে ডুবে গেছে। খবর পেয়ে জাহাজটির মাস্টারসহ ১০ নাবিককে উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বুধবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন নদীতে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশের এসআই ওমর ফারুক।

উদ্ধার হওয়া নাবিকরা হলেন- জাহাজের চালক রেজাউল করিম, গ্রিজার ফয়সাল, লস্কর রাজিব, রিফাত শেখ, রাহাত, ইয়াসিন হাওলাদার, সুকানী কবির, আলমগীর, এনায়েত হোসেন সরদার ও মাস্টার নোমান।

ডুবে যাওয়া নৌযানটির কর্মচারীদের বরাতে এসআই ওমর ফারুক বলেন, ‘গত ২৮ জুন পায়রা বন্দর থেকে ৯০০ টন জিপসাম নিয়ে এমভি প্রিন্স অব বৈশাখালী জাহাজটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। গতকাল মঙ্গলবার জাহাজটি মেঘনা নদীর মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায় এসে নোঙর করে। আজ সকালে জাহাজটি নারায়নগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। চলন্ত অবস্থায় জাহাজের সামনের অংশের তলদেশে কোনো বস্তুর সঙ্গে ধাক্কা লাগে। পরে পানি ঢুকে জাহাজটি ধীরে ধীরে ডুবতে শুরু করে। নাবিকরা দ্রুত জাহাজটিকে কাছের একটি চরে নেওয়ার চেষ্টা করেন। তীরে পৌঁছানোর আগেই জাহাজটি মেঘনা নদীতে ডুবে যায়।’ 

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় জাহাজে থাকা নাবিকরা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে জাহাজের সব কর্মীদের নিরাপদে উদ্ধার করে নৌ-পুলিশ।’ 

এসআই ওমর ফারুক বলেন, ‘জাহাজটির তলদেশে কীসের সঙ্গে ধাক্কা লেগেছে তা বলা যাচ্ছে না। ওই জায়গায় এর আগেও আরেকটি পণ্যবাহী জাহাজ ‘এমভি প্রিমিয়াম-৫’ ডুবির ঘটনা ঘটেছিল। এখন নদীতে পানি বেশি থাকায় প্রাথমিকভাবে দুর্র্ঘটনার কারণ বলা সম্ভব হচ্ছে না।’

আরিফুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়