ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বাজি ধরে ব্রিজ থেকে ৩ ছাত্রের নদীতে লাফ, ১ জন নিখোঁজ

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ৩ জুলাই ২০২৪  
বাজি ধরে ব্রিজ থেকে ৩ ছাত্রের নদীতে লাফ, ১ জন নিখোঁজ

কুলিক নদীর ব্রিজ সংলগ্ন তীরে মানুষ ভিড় করেন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাণীশংকৈল পাইলট স্কুলের তিন ছাত্র বন্ধুদের সঙ্গে বাজি ধরে ব্রিজ থেকে নদীতে লাফ দিয়েছে। দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও একজনের এখনও সন্ধান মেলেনি।

বুধবার (৩ জুলাই) বিকেলে স্কুল সংলগ্ন ব্রিজ থেকে কুলিক নদীতে লাফ দেয় তারা। নিখোঁজ সঞ্জয় মহন্ত নবম শ্রেণীর ছাত্র এবং পৌরশহরের ডাবতলী এলাকার অমল রায়ের একমাত্র সন্তান। ছেলের নিখোঁজের পর থেকে তার মা নদীর পাড়ে বসে কান্নায় ভেঙে পড়েছেন।

সহপাঠীরা জানান, ব্রিজ থেকে লাফ দিয়ে পানিতে পড়ার পর সহপাঠীরা চেষ্টা করেও সঞ্জয় মহন্তকে উদ্ধার করতে পারেনি।

রাণীশংকৈল ফায়ার সার্ভিসের টিম লিডার তোফাজ্জল হোসেন বলেন, ডুবুরিকে খবর দেওয়া হয়েছে। রংপুর থেকে এলে উদ্ধার কাজ পুনরায় শুরু করা হবে।
 

হিমেল/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়