সাজেক থেকে ফিরেছেন ৬ শতাধিক পর্যটক
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছবি সংগৃহীত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক থেকে ফিরেছেন ছয় শতাধিক পর্যটক। বুধবার (৩ জুলাই) বিকেলে পর্যটকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সাজেকের বাঘাইহাট পর্যন্ত এসে নৌকায় করে ডুবে যাওয়া সড়ক পার হয়ে খাগড়াছড়ির দিকে চলে গছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার এবং সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সূপর্ণ দেব বর্মণ এ তথ্য জানান।
স্থানীয়রা জানান, আজ দুপুরের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকরা সাজেকের বাঘাইহাট পর্যন্ত আসেন। নৌকায় করে তারা সড়ক পার হয়ে খাগড়াছড়ির দিকে চলে যান।
ইউএনও শিরিন আক্তার জানান, সাজেকের মাচালং ও বাঘাইহাটে পানি অনেকটা কমে গেছে। ফলে পর্যটকরা চলে যাচ্ছেন। কিছু সংখ্যক পর্যটক যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে সাজেক ভ্রমণ করছেন তারা এখনো ফিরতে পারেননি।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সূপর্ণ দেব বর্মণ বলেন, আটকে পড়া প্রায় ছয় শতাধিক পর্যটক আজ দুপুরের দিকে সাজেক থেকে চলে গেছেন।
বিজয়/মাসুদ