ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

বাঘাইছড়ির এক কেন্দ্রে এইচএসসি পরীক্ষা স্থগিত

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ৩ জুলাই ২০২৪  
বাঘাইছড়ির এক কেন্দ্রে এইচএসসি পরীক্ষা স্থগিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের বৃহস্পতিবারের (৪ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার (৩ জুলাই) এক চিঠিতে জানিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। 

চিঠিতে বলা হয়, বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে বৃহস্পতিবারের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বাঘাইছড়িতে বন্যার কারণে কাচালং সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আরো পড়ুন:

বিজয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়