ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

সাতক্ষীরায় ৭টি স্বর্ণের বার উদ্ধার 

সাতক্ষীরা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ৩ জুলাই ২০২৪  
সাতক্ষীরায় ৭টি স্বর্ণের বার উদ্ধার 

উদ্ধার হওয়া স্বর্ণের বার

ভারতে পাচারের সময় সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে সাতটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ স্বর্ণের বারের ওজন ৮১৮ গ্রাম। যার বাজার মূল্য ৮২ লাখ ৪৫ হাজার ১০০ টাকা। 

বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে সকাল ৯টার দিকে সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় কোনো চোরচালানিকে আটক করতে সক্ষম হননি।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, ভারতে পাচারের জন্য একজন পাচারকারি বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে বৈকারী সীমান্তের দিকে যাচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিজিবি ক্যাম্পের নায়ের সুবেদার শামীম আলমের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৭ ও সাব পিলার ১৫ থেকে ২ কিলোমিটার ভিতরে রাস্তার পাশে অবস্থান নেয়। এ সময় সীমান্তগামী মোটরসাইকেল চালককে থামতে বললে গাড়ি ফেলে পালিয়ে যায়। এ সময় গাড়িতে রাখা ব্যাগে পলিথিনে মোড়ানো সাত পিস স্বর্ণে বার পাওয়া যায়। 

তিনি জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
 

শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়