ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

শিক্ষকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে ২ সন্তানের জননী

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ৩ জুলাই ২০২৪  
শিক্ষকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে ২ সন্তানের জননী

কুষ্টিয়ার মিরপুরে ভারল মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের বাড়িতে বিয়ের দাবিতে দুই সন্তানের জননী অনশন করছেন। বুধবার (৩ জুলাই) বিকালে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামে আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে অনশনে বসেছেন তিনি। 

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘আমার আগের স্বামী প্রবাসী। তিনি আট বছর সৌদি আরবে অবস্থান করছেন। আমি স্বামীর বাড়িতে দুই সন্তান নিয়ে বসবাস করতাম। থেকে দেড় বছর আগে আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মোবাইল ফোনে রং নম্বরে পরিচয় হয়। পরে তা গভীর প্রেমে রূপ নেয়। একপর্যায়ে গত এপ্রিল মাসের ২১ তারিখে তিনি আমাকে ঝিনাইদহ নিয়ে গিয়ে আগের স্বামীকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন। পরে তিনি আমার কাছ থেকে ৫ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে নেন। বিয়ের ২৪ দিন পর গত ১৪ মে তিনি আমাকে এককভাবে ডিভোর্স দিয়ে দেন। এখন আমি দুই কুল হারিয়েছি। আমি বড় অসহায় হয়ে গেছি। যার কারণে বাধ্য হয়ে এখানে এসে অবস্থান করছি। হয় আমাকে বিয়ে করবে, না হয় আমি এ বাড়িতে আত্মহত্যা করব।’ 

স্থানীয়দের সঙ্গে কথা হলে জানা যায়, আব্দুল্লাহ আল মামুন অবিবাহিত। ওই নারীর কথা চিন্তা করে গ্রাম্যভাবে তাদের বিয়ে দেওয়ার চেষ্টা চলছে। 

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনকে তার বাসায় পাওয়া যায়নি। তার মোবাইলে ফোনও বন্ধ পাওয়া যায়। 

ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বলেন, ‘ওই নারী মিরপুর থানায় অভিযোগ করেছেন। আমার ইউনিয়ন পরিষদে মৌখিকভাবে অভিযোগ করেন। আমি ছেলের পরিবারকে ডেকেছিলাম। তারা সমাধানের জন্য তিন বার সময় নেন। প্রতিবারই ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে অনুপস্থিত থাকেন।’
 

কাঞ্চন/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়