ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ফরিদপুরে ফ্লুইচ গেটে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ৩ জুলাই ২০২৪  
ফরিদপুরে ফ্লুইচ গেটে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

ফরিদপুরের টেপাখোলায় কুমার নদের ফ্লুইচ গেটে গোসল করতে নেমে ফারদিন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি নিখোঁজ হন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

নিখোঁজ ফারদিন শহরের কমলাপুর মহল্লার বালিরমাঠ এলাকার মোহাম্মদ সিরাজের ছেলে। তিনি ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা ও ফায়ার সার্ভিস জানায়, আজ বিকেলে ফারদিন ও তার বন্ধু ফেরদৌস টেপাখোলার মদনখালী ফ্লুইচ গেট এলাকায় কুমার নদে গোসল করতে নামে। বিকেল সাড়ে পাঁচটার দিকে ফারদিন পানির স্রোতে ভেসে যায়। এসময় ফেরদৌসের চিৎকার শুনে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

আরো পড়ুন:

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ রায় বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজ ওই যুবককে উদ্ধারে তৎপরতা শুরু করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত ডুবুরিরা অভিযান চালিয়েও যুবকের সন্ধান পায়নি।

তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়