কাচালং নদীতে ডুবে শিশুর মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৮:৪৮, ৪ জুলাই ২০২৪
ফাইল ফটো
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীতে ডুবে সুহামণি চাকমা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) বিকেলে বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সুহামণি চাকমা বাড়ির পাশে খেলার সময় পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজয়/কেআই