ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

নিখোঁজের ২ দিন পর নাফ নদী থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ৪ জুলাই ২০২৪   আপডেট: ০৯:১৫, ৪ জুলাই ২০২৪
নিখোঁজের ২ দিন পর নাফ নদী থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রোহিঙ্গা বাবা-ছেলের ভাসমান মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৩ জুলাই) বিকেল ৩টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাট এলাকা থেকে  মরদেহ দুইটি উদ্ধার করা হয় বলে জানান নৌ-পুলিশের টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস।

নিহতরা হলেন- টেকনাফ উপজেলার জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৭ ব্লকের মৃত ছালামত উল্লাহর ছেলে নূর উল্লাহ (৩৭) ও তার ছেলে রুহুল আমিন (১৩)।

স্বজন ও স্থানীয়দের বরাতে পরিদর্শক তপন বলেন, নূর উল্লাহ ও তার ছেলে রুহুল আমিন নিয়মিত নাফ নদীর কিনারা ঘেঁষে টানা জাল দিয়ে মাছ ধরতেন। সোমবার সকালেও তারা মাছ ধরতে যান। কিন্তু সন্ধ্যার পরও বাবা-ছেলে বাড়িতে ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও সন্ধান পাননি। পরে মঙ্গলবার সকালে স্বজনরা নৌ-পুলিশের কাছে বিষয়টি মৌখিকভাবে অবহিত করেন।

তপন কুমার বিশ্বাস আরও জানান, বুধবার বিকেলে টেকনাফে নাফ নদীর দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাটে দুইজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে। 

মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছেও বলে জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা।

তারেকুর/ইমন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়