ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

চিনি ভেবে বিষ খেয়ে এক শিশুর মৃত্যু, আরেক শিশু হাসপাতালে

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ৪ জুলাই ২০২৪   আপডেট: ০৯:১৫, ৪ জুলাই ২০২৪
চিনি ভেবে বিষ খেয়ে এক শিশুর মৃত্যু, আরেক শিশু হাসপাতালে

কু‌ষ্টিয়ার দৌলতপুরে চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়েছে দুই শিশু। সম্পর্কে ওরা ভাই-‌বোন। বিষক্রিয়ায় তিনবছর বয়সী বোন মিমের মৃত্যু হয়েছে এবং পাঁচ বছর বয়সী ভাই আলিফ‌কে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বুধবার (৩ জুলাই) দৌলতপুর উপ‌জেলার আল্লারদর্গা সোনাইকু‌ন্ডি গ্রা‌মে এ দুর্ঘটনাটি ঘটে।

ওই দুই শিশুর বাবার নাম শুভ মন্ড‌ল।   

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. মাহাবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতি‌বেশি জু‌য়েল আলী জানান, দুপু‌রে বাড়ির লোকজন যার যার কা‌জে ব্যস্ত ছি‌লেন। এ দিকে ওই দুই শিশু ঘ‌রের ম‌ধ্যে খেলছিলো। এক পর্যায়ে তারা ঘ‌রে রাখা ইদুর মারার বিষ চিনি ভেবে খেয়ে ফেলে। পরে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে নিয়ে আস‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মি‌মের মৃত্যু হয়। অসুস্থ আলিফ‌কে হাসপাতালে চি‌কিৎসাধীন রয়েছে।

কাঞ্চন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়