ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে ৩ জনের মৃত্যু

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ৪ জুলাই ২০২৪   আপডেট: ১২:৪১, ৪ জুলাই ২০২৪
রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে ৩ জনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে শান্তি গোপালপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কায়েমের বাজার উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম, তার ছেলে হুদা মিয়া এবং একই এলাকার তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়াল ঘরের মল-মূত্র যাওয়ার জন্য দেলোয়ারা বেগমের বাড়ির পেছনে সেপটিক ট্যাংক খোঁড়া হয়েছিলো। ওই ট্যাংকের পাশে মইয়ে করে ঘরের সানশেডের ওপর থেকে লাউয়ের পাতা তুলছিলেন দেলোয়ারা। হঠাৎ মই ভেঙে তিনি সেপটিক ট্যাংকের গর্তে পড়ে যান। শব্দ শুনে তাকে বাঁচাতে গিয়ে প্রথমে হুদা মিয়া এবং পরে ইবলুল মিয়াও ওই ট্যাংকে পড়ে যান। খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিন জনের মরদেহ উদ্ধার করেন।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনস্পেকটর মশিউর রহমান বলেন, সেপটিক ট্যাংকটি সরু ও গভীর ছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 
 

আমিরুল/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়